[ [ [ পরীক্ষামূলক... ] ] ]

বুধবার, ৫ অক্টোবর, ২০১১

সেরা ব্র্যান্ডের তালিকায় শীর্ষে “কোকাকোলা”

বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনসালটেন্সি প্রতিষ্ঠান “ইন্টারব্র্যান্ড”-এর প্রস্তুতকৃত তালিকা থেকে ব্রিটিশ পত্রিকা “দি সান” প্রকাশ করেছ বিশ্বের সেরা ব্র্যান্ডের তালিকা। বিক্রয়, ব্র্যান্ডের মূল্য এবং জনসাধারণের কাছে পণ্যের গ্রহণযোগ্যতার ভিত্তিতে “কোকাকোলা” শীর্ষে রয়েছে। কোকাকোল‍া বর্তমানের শীর্ষ অবস্থানসহ সর্বোমোট ১২ বার শীর্ষ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেল।

কম্পিউটার ব্র্যান্ড আইবিএম-এর অবস্থান ২য়, সফটওয়্যার ব্র্যান্ড মাইক্রোসফট-এর অবস্থান ৩য় এবং ইন্টারনেট ব্র্যান্ড গুগল-এর অবস্থান চতুর্থ স্থানে। এ ছাড়াও জেনারেল ইলেকট্রিক পঞ্চম, ম্যাকডোনাল্ড'স ষষ্ঠ, ইন্টেল সপ্তম এবং এক বছর আগে ১৭তম স্থানে থাকা অ্যাপেল-এর অবস্থান বর্তমানে অষ্টম স্থানে। আর নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ডিজনি ও হিউলেট-প্যাকার্ড (এইচপি)। তালিকার ১১ তম স্থানে ও গাড়ী নির্মাতাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে টয়োটা।

সূত্রঃ ইন্টারনেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন