
সবকিছু ঠিকঠাক থাকলে ১লা মে ২০১১ থেকে ঢাকা শেরাটন হোটেল হয়ে যাবে 'রূপসী বাংলা হোটেল'। ১৯৬৭ সালে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল নামে এ হোটেলের যাত্রা শুরু হয়। দেশ স্বাধীন হওয়ার পর এর মালিকানা পায় রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৭৩ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত হোটেল ম্যানেজমেন্ট সংস্থা ইন্টারকন্টিনেন্টাল হোটেল করপোরেশন এ হোটেল পরিচালনার দায়িত্ব পালন করে। তখন ওই কোম্পানির নামেই হোটেলটি পরিচিত ছিলো। ১৯৮৪ সালে এ হোটেলের দায়িত্ব নেয় শেরাটন ওভারসিজ ম্যানেজমেন্ট করপোরেশন। হোটেলের নাম বদলে হয় শেরাটন হোটেল। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০০৮ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার পর ২০১১ পর্যন্ত তা বাড়ানো হয়। সেই মেয়াদও শেষ হয়ে যাওয়ায় আবারো নাম বদল হচ্ছে পাঁচ তারা এ হোটেলের।
[সংবাদ ও ছবি উভয়েরই সূত্রঃ ইন্টারনেট]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন