৩ অক্টোবর থেকে ২০১১ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হলো । প্রথমদিন ঘোষণা করা হয়েছে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম।মানব শরীরের স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধক ক্ষমতা নিয়ে গবেষণার জন্য যৌথভাবে চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুস বয়েটলার, লুক্সেমবার্গের জুলস হফম্যান আর কানাডার রালফ স্টাইনমান। তাঁদের গবেষণার সাহায্যে যা বোঝাতে পেরেছেন, তা ক্যানসার, হাঁপানি, রিউমাটয়েড আর্থারাইটিসসহ বেশ কিছু জন্মগত অসুখের প্রতিরোধক গড়ার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে।
উল্লেখ্য, ২০১১ সালের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রণেতা স্যার আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে তাঁদের। পুরস্কারের মোট অর্থ ১০ লাখ আট হাজার মিলিয়ন ইউরো।
আগামী ৪ অক্টোবর পদার্থবিদ্যা, ৫ অক্টোবর রসায়নবিদ্যায়, ৭ অক্টোবর শান্তিতে এবং ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা দেওয়া হবে।
সূত্র ও ছবিঃ ইন্টারনেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন